
রূপসা কলেজ, খুলনা
রূপসা নদীর তীরবর্তী খুলনা-মোংলা মহাসড়কের পাশে প্রশস্ত মাাঠ বিশিষ্ট নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত রূপসা কলেজ। প্রসস্থ ক্লাশরুম, লাইব্রেরী, ডিজিটাল ল্যাব, খেলারমাঠ, দৃষ্টিনন্দন পুকুর ঘাট নিয়ে রূপসা কলেজ আঙিনা। নানা সীমাবদ্ধতার মধ্যেও স্থানীয় অভিভাবকদের সহায়তায় রূপসা কলেজ তার গৌরবময় উত্তরাধীকার বহন করে চলছে। উল্লখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ র্পযায়ে এটি উচ্চশিক্ষা প্রদানকারী প্রতষ্ঠিান। গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরালসভাবে কাজ করে চলেছে।
কলেজ প্রতিবেদন
উপজেলা শহরে প্রতিষ্ঠিত কলেজের নাম ও ঠিকানা-রূপসা কলেজ, পূর্বরূপসা, খুলনা।প্রতিষ্ঠার তারিখ-২০/০৬/১৯৮৬ খ্রি:। কলেজটি অখন্ড ৩.৪১ একর জমির উপর অবস্থিত। যেখানে আছেতিনটি তৃতীয় তলা ও একটি চতুর্থতলা পাকা ভবন, দুটি আঁধাপাকা ভবন, একটি পাকা মসজিদ, একটি পাকা শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ভাষ্কর্য । এছাড়া সুবিশাল খেলার মাঠ, পুকুর, গিাড়ীর গ্যারেজ, কলেজ ক্যান্টিন, সাব-পোষ্ট অফিস। কলেজটি চারপাশে পাঁকা বাউন্ডারী বেষ্টিত।
দুটি প্রশাসনিক রুম বিশিষ্ট কলেজটিতে শ্রেণি কক্ষ ৩০টি, ১টি লাইব্রেরী, ১টি ডিজিটাল কম্পউটার ল্যাব,২টি ছাত্র-ছাত্রী কমন রুম,১টি অডিটোরিয়াম, ১টি শিক্ষক মিলনায়তন ও ২টি সেমিনার কক্ষ।
যে সকল শিক্ষা কার্যক্রম চালু আছে:
(১) উচ্চ মাধ্যমিক পর্যায়ে- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক
(২) কারিগরি বোর্ডের অধীনে- উচ্চমাধ্যমিক বিএম শাখা
(৩) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন- এইচ.এস.সি ও ডিগ্রী প্রোগ্রাম।
(৪) স্নাতক(পাশ) পর্যায়ে- বিএ, বিএস.এস, বি.বি.এস।
(৫) স্নাতক(সন্মান)–হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান।
(৬) স্নাতকোত্তর– হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা।
কলেজ প্রতিবেদন
অধিভুক্তির তারিখ ও সর্বশেষ নবায়নের মেয়াদকাল
উচ্চ মাধ্যমিক পর্যায়:
প্রথম স্বীকৃতির তারিখ:
০১-০৭-১৯৯২
সর্বশেষ নবায়নের মেয়াদ:
০১-০৭-২০২৩ থেকে ৩০-০৬-২০২৬
স্নাতক (পাশ) পর্যায়:
প্রথম অধিভুক্তির তারিখ: ১৪-০১-১৯৯৭
সর্বশেষ নবায়নের মেয়াদ:
২০২৫-২০২৬ তারিখ: ৩০/০৬/২০২৬
স্নাতক (সন্মান) পর্যায়:
প্রথম অধিভুক্তির তারিখ: ১৮-০৩-২০১০(২০০৯-১০)
সর্বশেষ নবায়নের মেয়াদ:
২০২৫-২০২৬ তারিখ:৩০/০৬/২০২৬
স্নাতকোত্তর পর্যায়:
প্রথম অধিভুক্তির তারিখ: ০৭-০৬-২০১৮(২০১৫-১৬)
সর্বশেষ নবায়নের মেয়াদ:
২০২৩-২৪ (৩০/০৬/২০২৪)
উচ্চমাধ্যমিক বি.এম শাখা:
প্রথম স্বীকৃতির তারিখ:
৩০-১০-২০১৭(২০১৮-১৯)।
সর্বশেষ নবায়নের মেয়াদ:
২০২৫-২৬(৩০/০৬/২০২৬)
বাউবি প্রোগ্রাম :
প্রথম স্বীকৃতির তারিখ:
০০-০০-০০০০।
সর্বশেষ নবায়নের মেয়াদ: ০০-০০-০০০০থেকে ০০-০০-০০