Contact Us

রূপসা নদীর তীরবর্তী খুলনা-মোংলা মহাসড়কের পাশে প্রশস্ত মাাঠ বিশিষ্ট নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত রূপসা কলেজ। প্রসস্থ ক্লাশরুম, লাইব্রেরী, ডিজিটাল ল্যাব, খেলারমাঠ, দৃষ্টিনন্দন পুকুর ঘাট নিয়ে রূপসা কলেজ আঙিনা।  উল্লখযোগ্য সংখ্যক মেধাবী শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ র্পযায়ে এটি উচ্চশিক্ষা প্রদানকারী প্রতষ্ঠিান। 

Follow Us